1. md.roman220@gmail.com : admin : admin
  2. admin@deshernews.com : desherne :
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন

জামপুরের রাউৎগাঁয়ে জমি বিক্রি করে ক্রেতাকে হয়রানি

লেখকের নাম
  • সময় সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৩০ Time View

স্টাফ রিপোর্টারঃ-

 সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের রাউৎগাঁও এলাকায় জমি বিক্রি করে এখন ক্রেতা হানিফ সরদারকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ করে হানিফ সরদার বলেন, ২০১৪ সালে রাউৎগাঁও মৌজাস্থিত আর এস-১০৫ নং খতিয়ানের আর এস ৬৩১ নং দাগে সাড়ে ১৩ শতাংশ ও ৬৩৩ নং দাগে সাড়ে ৪ শতাংশ নাল জমি একুনে দাগদ্বয়ে ১৮ শতাংশ জমি এবং অপর একটি দলিলে রোকেয়া ও মনোয়ারা গং উক্ত দাগদ্বয়ে আরো ১০ শতাংশ নাল জমি মোট ২৮ শতাংশ জমি আবু ছাইদ, নাসির ও তাদের সহোদর দু’বোন রোকেয়া ও মনোয়ারা একই এলাকার হানিফ সরদারের নিকট বিক্রি করে দেয়। অতঃপর ক্রেতা হানিফ সরদার নিজ নামে নামজারী জমাভাগ (নং-০৬-৬৭৬/১৮-১৯) করে জমি ভোগ দখলে নিয়ে চাষাবাদ করে আসছে এবং তার ক্রয়কৃত ২৮ শতক জমি থেকে ১০ শতক জমি অন্যত্র বিক্রিও করছেন তিনি। এমতাবস্থায় আবু ছাইদ ও নাসির গং স্বীয় স্বার্থ উদ্ধারের উদ্দেশ্যে একটি কুচক্রী মহলের কু-পরামর্শে ষড়যন্ত্র মূলক মিথ্যা অপপ্রচার বিস্তার করে হানিফ সরদারকে ও তার পরিবারের লোকজনকে হয়রানি ও মানসম্মান ক্ষুণ্ণ করে আসছে ওই মহলটি। এ মহলটি এলাকায় জমির বোখার। জমি-জমা সংক্রান্ত ঝামেলা করে নিরীহ মানুষদের মিথ্যা হয়রানিই এদের পেশা। হানিফ সরদার এহেন মিথ্যা অপপ্রচার ও ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। তাছাড়া ও তিনি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এইরকম আরো খবর
© ২০২২ | সর্বস্বত্ব সংরক্ষিত | deshernews.com
Theme Customized BY LatestNews