নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশনে বুধবার ১১তম দিনে ময়ূরপঙ্খী মঞ্চে বাঙালির ভাটিয়ালী গান নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ এপ্রিল ) বিকেল ৩ টার দিকে অনুষ্ঠিত হয় । সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ লোকও কারু শিল্প ফাউন্ডেশনের পরিচালক ড,আমিনুর রহমান সুলতান সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন লোকসংস্কৃতি গবেষক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক মোঃ জাহিদুল কবীর পিএইচডি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপপরিচালক এ কে এম আজাদ সরকার। মঞ্চে ভাটিয়ালী গান পরিবেশন করেন শিল্পী আবু বক্কর সিদ্দিক, আবুল কাশেম, মোঃ ফজলুল হক প্রমুখ।