1. md.roman220@gmail.com : admin : admin
  2. admin@deshernews.com : desherne :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন

প্রিমিয়ার লিগ ক্রিকেটের দলবদল পেছাল ছয় দিন

লেখকের নাম
  • সময় সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৯৮ Time View

মৌসুম শুরুর আগেই একদফা পিছিয়ে গেল ঢাকার ক্লাব ক্রিকেটের দলবদল। কথা ছিলো আগামীকাল (১২ ফেব্রুয়ারি) হবে প্লেয়ার্স ড্রাফট। যেহেতু আগেই ঠিক করা খোলামেলা দলবদল হবে না, খেলোয়াড়রা নিজের ইচ্ছেমত ক্লাব বেছে নিতে পারবেন না, নতুন বছরের দলভুক্তি হবে প্লেয়ার্স ড্রাফটে।

মঙ্গলবার হোটেল সোনারগাঁয় হবার কথা ছিলো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের প্লেয়ার্স ড্রাফট। কিন্তু তা পিছিয়ে গেছে ছয় দিন। প্রিমিয়ার লিগ কমিটির প্রধান সমন্বয়কারী আমিন খান আজ মধ্যাহ্নে জাগো নিউজকে জানিয়েছেন, ‘প্লেয়ার্স ড্রাফট ১২ ফেব্রুয়ারি হচ্ছে না। পরিবর্তিত সূচি ঠিক করা হয়েছে ১৮ ফেব্রুয়ারি।’

আমিন খান আরও জানান, ‘আজ-কালের মধ্যেই ক্লাবগুলোকে প্লেয়ার্স ড্রাফটের খুঁটিনাটি বিষয় জানিয়ে দেয়া হবে এবং ক্লাবগুলোর কাছ থেকে ধরে রাখা খেলোয়াড়দের তালিকাও চাওয়া হবে।’

আগেই জানা এবার প্রতিটি দল গতবার খেলা সর্বোচ্চ তিনজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে এবং তাদের পারিশ্রমিকের ৫০ শতাংশ দলবদলের আগেই পরিশোধ করতে হবে।

এদিকে প্লেয়ার্স ড্রাফট পিছিয়ে যাবার ধাক্কা গিয়ে লাগছে লিগ শুরুর সূচিতেও। আগে ২৫ ফেব্রুয়ারি লিগ শুরুর কথা ছিলো। এখন যেহেতু দলবদল ছয় দিন পিছিয়ে গেছে তাই লিগ শুরু করতে আরও তিন-চারদিনের বেশি সময় লাগবে। সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন) কো-অর্ডিনেটর আমিন খান অবশ্য ১ মার্চ লিগ শুরুর কথা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এইরকম আরো খবর
© ২০২২ | সর্বস্বত্ব সংরক্ষিত | deshernews.com
Theme Customized BY LatestNews