মো. জাকির হোসেন ঝন্টুঃ-
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও উচ্ছেদে তিতাস গ্যাস ট্র্যান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জোবিঅ সোনারগাঁয়ের কর্মকর্তারা দিন ব্যাপী অভিযান চালিয়েছে। আজ ২ জুলাই মঙ্গলবার সোনারগাঁও উপজেলার নয়াপুর সম্মেলন মাঠ সংলগ্ন ও নয়াপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সোনারগাঁও তিতাসের প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেন, পুলিশ ও ম্যাজিস্ট্রেট বিহীন মদনপুর-আড়াইহাজার এলাকার বৈধ শিল্প গ্রাহকদের সার্বিক সহায়তায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। বেকো যন্ত্রের মাধ্যমে একটি স্পটের ৩ কিঃ মিঃ এলাকার প্রায় এক হাজার ফুট ডায়া বিশিষ্ট ২ ইঞ্চি অবৈধ পাইপ উত্তোলন করে জব্দ করা হয়েছে। এতে প্রায় ৬শ টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং অবৈধ বিতরণ লাইন উৎসস্থল সীলগালা করা হয়।
গ্রাম বাংলা টিউবসের চেয়ারম্যান আলহাজ্ব মো আবু বকর সিদ্দিক বলেন,এখানে অবৈধ গ্যাস সংযোগ থাকায় তিতাস কর্তৃপক্ষ এলাকার বৈধ শিল্প গ্রাহকদের গ্যাস সংযোগ বন্ধ করে দেয়। ফলে এখানের শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হয় এবং ওসব শিল্প-কারখানার হাজার হাজার শ্রমিক-কর্মচারী বেকার হয়ে পড়ছিল। এ অবস্থায় গত ১ জুলাই সোমবার ঢাকার কাওরান বাজারস্থ তিতাসের প্রধান কার্যালয়ে তিতাসগ্যাস কোম্পানির সকল মহলের ঊধ্বর্তন কর্মকর্তা ও মদন-আড়াইহাজার এলাকার বৈধ শিল্প গ্রাহক ও সোনারগাঁও আসনের সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যানের অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অবৈধ বিতরণ লাইনের পাইপ উত্তোলন ও বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মো নজরুল ইসলাম, মো. মনির হোসেন, আল আমিন সহ এ এলাকায় অবস্থিত বৈধ গ্যাস ব্যবহারকারী শিল্প-কারখানার প্রতিনিধিগন এবং জোবিঅ সোনারগাঁয়ের তিতাস গ্যাস কোম্পানির প্রকৌশলী মো রিয়াজুল ইসলাম সহ কর্মকর্তা ও কর্মচারীগন।